জাতীয়
প্রধানমন্ত্রীর এবারের সফর একটি ঐতিহাসিক সফর
ঢাকা, ০৬ মে – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর। কিন্তু এই সফর নিয়ে অনেকের অন্তরজ্বলা আছে আমরা জানি।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারাসহ বিএনপি এই সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে।
সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ০৬ মে ২০২৩