শিক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু

ঢাকা, ০৬ মে – ১৭তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৬ মে) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। আট জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এই ধাপে কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর আগে, শুক্রবার (৫ মে) স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ফলাফল গত ২২ ফেব্রুয়ারি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ মে ২০২৩

Back to top button