জাতীয়

ফ্রান্সের সাথে ১০ কোটি মার্কিন ডলারের চুক্তি বাংলাদেশের

ঢাকা, ১১ ডিসেম্বর- বাংলাদেশের শক্তি খাতের আধুনিকীকরণে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋন দেবে ফরাসি উন্নয়ন সংস্থা এ এফ ডি। বৃহস্পতিবার বাংলাদেশস্থ ফরাসি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে ফ্রান্সের অবস্থান সমুন্নত করতে ও শক্তিখাতে ভূমিকা বৃদ্ধিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও বিবৃতে উল্লেখ করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন ও এএফডি বাংলাদেশের পরিচালক বেনোয়া চ্যাঁশে যথাক্রমে বাংলাদেশ ও ফ্রান্সের পক্ষ থেকে এ চুক্তিতে সাক্ষর করেন। এসময় বাংলাদেশের নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্য মেরি শুঁ উপস্থিত ছিলেন।

২০২১ সাল নাগাদ, ইউরোপীয় ইউনিয়ন বিকল্প উন্নয়ন তহবিল থেকে আরো প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে । বাংলাদেশে বিদ্যুৎ খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ১১ লক্ষ জণগণ এই চুক্তির সুবিধা পাবে। কার্বন নিঃসরন হ্রাস ও দূষণমুক্ত শক্তি নিশ্চিত হবে বলেও বিবৃতে উল্লেখ করা হয়।

বাংলাদেশে সম্প্রতি মহানবীকে কটূক্তি করার প্রতিবাদে দেশব্যাপী ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি করে। সেই রেশ কাটতে না কাটতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কূটনৈতিক মহল।

সূত্রঃ বাংলা ইনসাইডার
আডি/ ১১ ডিসেম্বর

Back to top button