উত্তর আমেরিকা

ধর্ষণের অভিযোগকারী নারীকে সাবেক স্ত্রী ভেবে ভুল করেন ট্রাম্প

ওয়াশিংটন, ০৬ মে – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারী ই জিন ক্যারলকে চিনতে ভুল করেছিলেন। ওই ধর্ষণের মামলায় জবানবন্দি নেওয়ার সময় ট্রাম্পকে ই জিন ক্যারলের একটি ছবি দেখানো হয়। তা দেখে তিনি বলেছিলেন, সেটি তার সাবেক স্ত্রী মারলা ম্যাপলসের ছবি। ধর্ষণের অভিযোগকারী নারীকে সাবেক স্ত্রী ভেবে ভুল করেছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের আদালতে উপস্থাপন করা সেই ভিডিও জবানবন্দিতে এ দৃশ্য দেখা গেছে।

৭৯ বছর বয়সী সাবেক কলাম লেখক ক্যারলের অভিযোগ, নব্বই দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্ক সিটির একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। এ ঘটনায় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার আদালতে ৯ সদস্যের জুরি বোর্ডের সামনে ট্রাম্পের ভিডিও জবানবন্দিটি উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, জবানবন্দি নেওয়ার সময় ট্রাম্পকে একটি ছবি দেখানো হচ্ছে। ছবিতে ক্যারলও ছিলেন। ছবিটি তাঁকে দেখানো হলে ট্রাম্প বলে ওঠেন, ‘এ তো মারলা।’ খবর বিবিসির।

সূত্র: সমকাল
এম ইউ/০৬ মে ২০২৩

Back to top button