জাতীয়
রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে কাল যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা, ০৫ মে – ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং রানি কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে-তে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওই অনুষ্ঠানেই মুকুট পরবেন দেশটির নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা।
অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর তিনি লন্ডনের নতুন রাজার সঙ্গে দেখা করেছিলেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ মে ২০২৩