বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঢাকা, ০৪ মে – আগামী রোববারের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘণিভূত হতে পারে। তবে তা গভীর নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটি এখন পর্যন্ত কোনো নিশ্চিত করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
তবে চেক আবহাওয়া পূর্বাভাস সংস্থা উইন্ডিডটকমের এ সংক্রান্ত মডেলে দেখা যায়, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১২ মে’র দিকে তা মিয়ানমারের ইয়াঙ্গুন আছড়ে পড়তে পারে। লঘুচাপ পরিস্থিতি সামনে রেখে আগামী ৪৮ ঘন্টায় দেশের ভেতরে ঝড়-বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বিপরীত দিকে বেড়ে যেতে পারে তাপমাত্রা।
সাগরে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে জলীয় বাষ্প স্থলভাগ ত্যাগ করে। তখনই এমন অবস্থা তৈরি হয় বলে জানান আবহাওয়াবিদরা।
জানা গেছে, এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মোখা’। এই নামটি দিয়েছে ইয়েমেন। আরবি শব্দ মোখা দ্বারা ইয়েমেনে বোঝানো হয় ‘কফি ফ্রম ইয়েমেন’ বা ইয়েমেনে তৈরি কফি।
মধ্যযুগের শুরুর দিকে (১৪শ’ সালের পর) ইয়েমেন থেকে সারাবিশ্বে বিশেষ করে তুরস্কসহ ইউরোপে কফি রফতানি করা হতো। এটা এতই বিখ্যাত ছিল যে, এ নামে লোহিত সাগরে একটি বন্দরের নামকরণ পর্যন্ত হয়।
গত বুধবার লঘুচাপ তৈরির এই খবর দেয় বিএমডি। বৃহস্পতিবারও একই বুলেটিন বহাল রাখে। এতে বলা হয়, বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরআগে আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাত ১টা পর্যন্ত দেশের ১৯ জেলায় ঝড়-ঝাপড়টার সতর্কতা জারি করা হয়। বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এপ্রিলে দেশে বেজায় গরম ও দাবদাহ ছিল। পরে গত কয়েকদিন ধরে দেশে ঝড়বৃষ্টি চলছে। বুধবারও দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হয়েছে। বিএমডি বলছে, এ দিন ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩ মিলিমিটার। যশোরে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়।
সূত্র: যুগান্তর
আইএ/ ০৪ মে ২০২৩