বগুড়া
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০
বগুড়া, ০৪ মে – বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় যায়নি।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শেরপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ধুনকুন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ধুনকুন্ডি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী আল-আমিন ট্রাভেলস নামক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বাস চাপায় আটকে পড়া দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ মে ২০২৩