নাটক

নির্মাতা মোহন খান লাইফ সাপোর্টে

ঢাকা, ০৪ মে – জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৪ মে) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

নির্মাতা এস এ হক অলিক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নির্মাতা অলিক বলেন, ওনার ব্রেইন টিউমার অপারেশন করা হয়েছিল। এর পর ঘাড়েও একটি অপারেশন হয়। মাঝে বাসায় ফেরার পর পড়ে গিয়ে আঘাতও পান তিনি। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। মোহন খানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, মোহন খান ৫ শতাধিক নাটক নির্মাণ করেছেন। এরমধ্যে ৩ শতাধিক নাটক রচনা করেছেন তিনি। তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, বর্তমানে এডিবির সদস্যভুক্ত দেশ ৬৮টি। এর মধ্যে ৪৮টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত। বাকি ১৯ দেশ এ দুই অঞ্চলের বাইরের।

এম ইউ/০৪ মে ২০২৩

Back to top button