লিটনের বদলে ক্যারিবিয়ান ব্যাটারকে নিলো কলকাতা
নয়াদিল্লি, ০৪ মে – আইপিএলের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। তার বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস।
লিটনের মতো চার্লসও উইকেটকিপার ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি-টোয়েন্টি খেলে ৯৭১ রান করেছেন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। এছাড়াও বিভিন্ন দেশের লিগে খেলেছেন তিনি। ৩৯ বলে সেঞ্চুরি করে সতীর্থ ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছিলেন তিনি।
গত শুক্রবার জরুরি পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসেন লিটন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সে সময় কলকাতা ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘পরিবারের জরুরি চিকিৎসাজনিত কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে।’
আইপিএলে এক ম্যাচ খেলেছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে চার মেরে নিজের আইপিএল যাত্রা শুরু করেন বাংলাদেশের এই ওপেনার। তবে সেদিন ওই চার রানেই থামে লিটনের ইনিংস। উইকেটের পেছনেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলায়নি কলকাতা।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৪ মে ২০২৩