উচ্চ বেতন ও পারিশ্রমিকের দাবিতে হলিউড লেখকদের ধর্মঘট
উচ্চ বেতন ও পারিশ্রমিকের দাবিতে ধর্মঘটে নেমেছেন হলিউড চলচ্চিত্র এবং টেলিভিশন লেখকরা। অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি)-এর সাথে রাইটার্স গিল্ড অফ আমেরিকার (ডব্লিউজিএ) একটি নতুন চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় লেখকরা এই ধর্মঘট শুরু করেন।
দ্য গার্ডিয়ান জানায়, ১১,৫০০ লেখক এই আন্দোলনে নেমেছে ন। ধর্মঘটের কর্মসূচি হিসেবে মঙ্গলবার লেট নাইট টিভি শোগুলো বন্ধ করে দিয়েছেন তারা।
বড় স্টুডিওগুলোর কাছে লেখকদের সংগঠনের দাবি, বর্তমানে স্ট্রিমিং বুম শো চলচ্চিত্র ও টিভি ব্যবসাকে কীভাবে পরিবর্তন করছে তার উপর নির্ভর করে তাদের বেতন ও পারিশ্রমিক বাড়াতে হবে।
লেখকরা বলেন যে তারা চাকরি ছেড়ে দিতে ইচ্ছুক কারণ এই স্বল্প পারিশ্রমিকে অনেকের জন্য নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের মতো ব্যয়বহুল শহরগুলোতে জীবিকা অর্জন করা কঠিন হয়ে উঠছে। ‘ডব্লিউ জি এ’র পরিসংখ্যান অনুসারে, টিভি সিরিজের লেখকদের অর্ধেক এখন ন্যূনতম বেতনের স্তরে কাজ করে। ২০১৩-১৪ মৌসুমে এক তৃতীয়াংশের তুলনায় উচ্চ লেখক/প্রযোজক স্তরে লেখকদের বেতন গত দশকে ৪ শতাংশ কমেছে।
ধর্মঘটে রাইটার্স গিল্ড অফ আমেরিকা (ডব্লিউজিএ) এর শত শত সদস্য প্রথম কর্মদিবসে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে পিকেটিং করেছেন। গিল্ড সদস্যরা হলিউডের প্যারামাউন্ট ফিল্ম স্টুডিওর বাইরেও প্রতিবাদ করেছে। প্রায় এক ডজনেরও বেশি জায়গায় জড়ো হয়ে নিজেদের অধিকার আদায়ে স্লোগান দেয় তারা।
লেখক ড্যানিয়েল ট্যালবট বলেন, “আমরা খুব ন্যায্য ক্ষতিপূরণ চাইছি, এবং মূলত স্টুডিওগুলি আমাদের নিয়ে উপহাস করেছিল। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি।”
ওয়াল্ট ডিজনি কো, নেটফ্লিক্স ইনকর্পোরেটেড, অ্যামাজন ও অন্যান্য স্টুডিওগুলোর প্রতিনিধিত্বকারী একটি দল বলেছে যে, ‘উদার ক্ষতিপূরণের’ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে তবে পক্ষগুলো সোমবার শেষ মুহূর্তের আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। কিছু অভিনেতা আন্দোলনকারী ১১,৫০০ লেখককে সমর্থন করেছেন। ”
লেখক এবং অভিনেতা জন ওয়েন লোয়ের সাথে ধর্মঘটে অংশ নেওয়া তার বাবা রব লো বলেন, “আমি লেখকদের সমর্থন করি কারণ অভিনেতা হিসেবে তখনই ভালো করি যখন ভালো লেখা পাই।”
ধর্মঘটের কারণে ‘জিমি কিমেল লাইভ’, ‘দ্য টুনাইট শো’, ‘স্যাটারডে নাইট লাইভ’ সহ অন্যান্য লেট নাইট অনুষ্ঠানগুলোর নতুন পর্বগুলো বাতিল করা হয়েছে লেখকদের নতুন স্ক্রিপ্ট ও জোকসের অভাবে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, বর্তমান ধর্মঘটের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গভীর পরিণতি হবে। মিলকেন ইনস্টিটিউটের একটি সম্মেলনে ডেমোক্র্যাটিক গভর্নর বলেন, ’কী ঘটছে তা নিয়ে খুব আমরা উদ্বিগ্ন কারণ উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। যা এর সমাপ্তি ঘটাবে না।’
আইএ/ ০৪ মে ২০২৩