শেখ হাসিনাকে প্রশংসায় ভাসালেন ম্যালপাস
ঢাকা, ০৩ মে – বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট টুইট করেছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নতিকে অন্য দেশগুলোর জন্য অনুকরণীয় বলেও ব্যাপক প্রশংসা করেছেন তারা।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মঙ্গলবার এক টুইটে শেখ হাসিনার সাথে প্রদর্শনীর উদ্বোধনের ছবি টুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রী হাসিনা ও বাংলাদেশের সাথে বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের উদ্ভাবনী পদ্ধতি থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে।
আরেকটি টুইটে প্রধানমন্ত্রীর সাথে দুপুরের খাবার উপভোগ করার বিষয়টি উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট লেখেন, ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজ ও চমৎকার বৈঠক। গত বছর বাংলাদেশের প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ এবং দুর্যোগ প্রস্তুতির জন্য বিশ্বব্যাংক ২.২৫ বিলিয়ন ডলার প্রদান করেছে বলেও উল্লেখ করেছেন ডেভিড ম্যালপাস।
বিশ্বব্যাংকের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের টুইট দুটি শেয়ার করা হয়েছে।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন নিজের টুইট বার্তায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সাফল্যের গল্প উল্লেখ করে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি টুইট করেছেন।
নিজের টুইট বার্তায় টেমবন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগস্টের উপস্থিতিতে বিশ্বব্যাংক গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে একটি প্রভাবশালী অংশীদারত্বের ৫০ বছর উদযাপন। বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের অন্যতম সেরা উন্নয়নমূলক দেশ হিসেবে সাফল্যের গল্প তৈরি করেছে। দেশটির অনেক ভালো উদাহরণ রয়েছে, যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে।’
গত ১ মে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের একটি। ২০১৫ সালে দেশটি নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়। বর্তমানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ মে ২০২৩