ইউরোপ

মিসাইল উৎপাদন দ্বিগুণ বাড়াতে বললেন রুশমন্ত্রী

মস্কো, ০৩ মে – রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ চালাবে এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। আর এরই মধ্যে রাষ্ট্রীয় কোম্পানিকে মিসাইল উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

স্থানীয় সময় মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছে বলে আলজাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ট্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশন তাদের চুক্তি সময়মতো পূরণ করছে। অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে তিনি শোইগু আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে কম সময়ের মধ্যে উচ্চ-নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের জেরে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বুধবার বলেছে, শোইগুর এমন বক্তব্য ও বার্তা দেয় যে তার মন্ত্রণালয় রাশিয়ান বাহিনীকে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ সরবরাহ করতে পারেনি। যার কারণে তারা ইউক্রেনে পাল্টা আক্রমণে সক্রিয়তা দেখাতে পারেনি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ইউক্রেনে রুশ অভিযানের কেন্দ্রস্থলে রসদ সমস্যা রয়ে গেছে।

মন্ত্রণালয় বলছে, আক্রমণে সাফল্য অর্জনের জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্র নেই। রাশিয়া তার প্রতিরক্ষা শিল্পকে একত্রিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে। কিন্তু এটি এখনও যুদ্ধকালীন চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ মে ২০২৩

Back to top button