নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়
ঢাকা, ০৩ মে – বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
জাপান দূতাবাসে বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রদূত এ কথা জানান।
ইওয়ামা কিমিনোরি জানান, তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পূর্ববর্তী জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয় উল্লেখ করে জানতে চাইলে ইওয়ামা কিমিনোরি এই কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সামরিক সহায়তা রয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের যে সামরিক সহায়তা চুক্তি হয়েছে তার আলোকে আলোচনা চলছে। আমার বাংলাদেশের সাথে সামরিক সহায়তা বৃদ্ধির ব্যাপারে আগ্রহী।
তিনি বলেন, বাংলাদেশ জাপান থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আলোচনা করছে। তবে কী কী কেনা হবে তা এখনও নির্ধারিত হয়নি।
ইত্তয়ামা বলেন, চীনা জোট বিআরআই নিয়ে জাপান গভীরভাবে অবগত নয়। তবে বাংলাদেশ কোনো জোট বা গ্রুপে অন্তর্ভুক্ত হবে তা নিয়ে জাপান কোনো মন্তব্য করবে না। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক নিয়ে যে রূপরেখা দিয়েছে তার বেশির ভাগ জায়গাতে জাপান একমত।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
শেখ হাসিনা গত ২৬ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ মে ২০২৩