সংগীত

করোনায় না ফেরার দেশে সংগীতার কর্ণধার সেলিম খান

ঢাকা, ১০ ডিসেম্বর- দেশের খ্যাতিমান অডিও প্রযোজনা সংস্থা সংগীতা’র সত্ত্বাধিকারী সেলিম খান আর নেই। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম খানের ফুফাতো ভাই ও সংগীতার সিইও রবিন ইমরান।

কান্না জড়ানো কণ্ঠে তিনি জানান, সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাকে ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে বুধবার ( ৯ ডিসেম্বর) লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সাথে সাথে সব হারিয়ে ফেললাম আমরা।

আরও পড়ুন- বয়সে বড় নেহাকে বিয়ে করতে চাননি রোহনপ্রীত!

তিনি জানান, সেলিম খানের নামাজে জানাজা বৃহস্পতিবার আসর বাদ লক্ষ্মীবাজারে সেলিম খানের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হবে।

সবার কাছে দোয়া প্রার্থণা করে রবিন ইমরান আরো বলেন, সংগীতা ছিলো সেলিম ভাইয়ের সব। এই প্রতিষ্ঠানে তিনি আমাকে নিয়ে এসেছিলেন। প্রায় ২৫ বছর ধরে তার সাথে কাজ করছিলাম, তিনি আমাকে সিইও করেছেন। তার মতো অভিভাবক হারানোর শোক কীভাবে কাটিয়ে উঠবো! প্লিজ, সেলিম ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবাই দোয়া করবেন। আর আমার ভাইয়ের স্বপ্ন ‘সংগীতা’র পাশে থাকবেন।

আডি/ ১০ ডিসেম্বর

Back to top button