ফুটবল

সাংবাদিকদের ‘বাপ-মা’ নিয়ে সালাউদ্দিনদের তুচ্ছ তাচ্ছিল্য

ঢাকা, ২ মে – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে আজ। প্রায় চার ঘন্টার লম্বা সভা শেষে বোর্ড রুমে ঢোকার অনুমতি মেলে অপেক্ষারত ক্রীড়া সাংবাদিকদের। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ শীর্ষ কর্তাদের প্রায় সকলেই ছিলেন সভা কক্ষে। সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে বাফুফে সভাপতির সামনে রেকর্ডার অন করে রাখছিলেন সাংবাদিকরা।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে বাফুফে সভাপতি পাশে বসা কলিগদের সঙ্গে সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করেন। যেখানে তিনি সাংবাদিকদের বাবা-মাকে কটাক্ষ করতেও ছাড়েননি!

এমনিতেই বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা, বাফুফের অনিয়ম, দুর্নীতি-জালিয়াতি কান্ড সংবাদ মাধ্যমে নিয়মিত প্রকাশ পাওয়ার পর থেকেই সাংবাদিকদের শত্রুর আসনে বসিয়েছেন সালাউদ্দিন। সেই ক্ষোভটাই ঝাড়তে গিয়ে সাংবাদিকদের পরিবার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তার কুশিলবদের কাছে।

অডিও রেকর্ড অন করার পর সালাউদ্দিনের কথা শুনে রীতিমত বিস্মিত ক্রীড়া সাংবাদিকরা। সালাউদ্দিন পাশে থাকা বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি, সহ-সভাপতি কাজী নাবিল ও সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিকের কাছে বলে ওঠেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মা’র।’

এরপর পাশ থাকা বাফুফের অন্য সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রতুত্যরে সালাউদ্দিন বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

এই কথা দিয়ে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে রীতিমত হেয় করতে চেয়েছেন সালাউদ্দিন। অথচ কেবল সাংবাদিক সমাজে নয়, সালাউদ্দিনদের অনিয়ম-জালিয়াতি নিয়ে গোটা দেশই ফুসে উঠেছে। দেশের ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিনকে ফুটবলের শত্রু আখ্যা দিয়েছেন। সালাউদ্দিনের এমন উক্তিতে ক্ষোভে ফুসছে সাংবাদিক সমাজ।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি সনৎ বাবলা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসে ওনার এরকম কথা শুনে বিস্মিত হয়েছি। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে ফিফার নিষেধাজ্ঞা এবং বাফুফের নানা জালিয়াতির খবর যখন সংবাদ মাধ্যমে চলে আসছে, তখন তিনি এটা নিতে পারছেন না। এ কারণে তিনি সাংবাদিকদের মা-বাবা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করেছেন। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়।’

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২ মে ২০২৩

Back to top button