জাতীয়

খালেদা জিয়াকে ফের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে

ঢাকা, ০২ মে – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্ত্রীদের ‘অপপ্রচার’ ফের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেশ কিছুদিন ধরে অসুস্থ। এ কারণে তাকে চার মাস হাসপাতালে থাকতে হয়েছে। তিনি জটিল কিছু রোগে ভুগছেন। তার মধ্যে আছে লিভার, কিডনি, আর্থাইটিস, হৃদরোগ ও ডায়াবেটিক সংক্রান্ত জটিলতা। এই চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি। উপরন্তু বিভিন্ন কথা বার্তা বলে খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছিল। গত ২০ এপ্রিল গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পরিসেবা বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এটি নানা কারণে বিতর্কিত, অগণতান্ত্রিক, শ্রমিক ও পেশাজীবীদের স্বার্থ বিরোধী, একতরফা, নির্যাতনমূলক এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির স্পষ্ট বরখেলাপ। এই আইনটি প্রণয়নে কোনো পর্যায়ই অংশীজনের মতামত নেওয়া হয়নি। প্রস্তাবিত বিলটি শুধু শ্রমজীবী মানুষের স্বার্থ ও অধিকারকেই ক্ষুণ্ণ করবে না, এটি সামগ্রিকভাবে গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের সংবিধান সম্মত প্রতিবাদের অধিকার পরিপন্থী। বিএনপি প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পরিসেবা বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

সকলেই প্রতিবাদ করছে
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ শুধু শ্রমজীবী নয়, সবাই প্রস্তাবিত আইনটির প্রতিবাদ করছে। আমাদের ডাক্তার ও নার্সরাও প্রতিবাদ জানিয়েছে, তারা এ নিয়ে বিক্ষোভ করেছে…তারা বলেছে এটা বাতিল না করা হলে তারাও আন্দোলনে নামবে। আমাদের দেশের শ্রমিকদের ফেডারেশন স্কোপ প্রতিবাদ করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০২ মে ২০২৩

Back to top button