দক্ষিণ এশিয়া

তামিনাড়ুতে দিনে ১২ঘণ্টা কাজের আইন প্রত্যাহার

নয়াদিল্লি, ০২ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে সুখবর দিলো ভারতের তামিলনাড়ু সরকার। এখন থেকে শ্রমিকদের দিনে ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজ করতে হবে। এমন ঘোষণাই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এপ্রিলে শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে আইন পাস করেছিল তামিলনাড়ু রাজ্যের মন্ত্রিসভা। বিরোধীদের চাপের মুখে পড়ে সেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন স্ট্যালিন।

মূলত রাজ্যে বিনিয়োগ বাড়াতে নতুন আইন পাস করে তামিলনাড়ুর মন্ত্রিসভা। প্রতিদিন ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করতে হবে শ্রমিকদের– এমন আইন পাস হয়। সরকারের দাবি ছিল, নতুন ব্যবস্থার ফলে সপ্তাহে মাত্র চার দিন কাজ করতে হবে শ্রমিকদের। বাকি তিন দিন ছুটি থাকবে। তবে প্রথম থেকেই এই আইনের বিরোধিতায় সরব হয় শ্রমিক সংগঠনগুলো। আইন পাস হলেও তা কার্যকর করতে পারেনি তামিলনাড়ু সরকার।

আইন পাসের মাত্র আট দিনের মাথায় তা প্রত্যাহার করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। মে ডে উপলক্ষ্যে একটি সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থে নতুন আইন প্রত্যাহার করা হচ্ছে। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘আইন প্রণয়নের পাশাপাশি আইন প্রত্যাহার করতেও সৎ সাহস লাগে। তাই গর্বের সঙ্গেই শ্রমিক আইন প্রত্যাহার করছি। সংগঠনগুলোর প্রতিবাদের মাত্র দুদিনের মধ্যেই আইনটি প্রত্যাহার করে নেওয়া হলো।’

প্রসঙ্গত, এপ্রিলে কণ্ঠভোটে পাস হয়েছিল এই আইন। তবে তার আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করেছিল কংগ্রেস ও বাম দলগুলো। আইন পাসের পর রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আইন কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। এর কয়েকদিন পরই আইন প্রত্যাহার করলেন স্ট্যালিন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ মে ২০২৩

Back to top button