জাতীয়

বিএনপি আমেরিকা থেকে টেক ব্যাক থিউরি এনেছে

আখাউড়া, ১ মে – আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপি নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ। আমেরিকা থেকে তারা টেক ব্যাক থিওরি এনেছে। সেই থিওরি থেকে তারা কেয়ার টেকার সরকারের কথা বলে। আমি স্পষ্ট বলতে চাই সংধিবান অনুযায়ী নির্বাচন হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা ফাঁকা বুলিতে বিশ্বাস করি না। আর বিএনপি উদ্ভট উদ্ভট কথা বলে।’

সোমবার (১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেলওয়ে স্টেশনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফা।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, এমজি হাক্কানি, এম এ আজিজ, মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১ মে ২০২৩

Back to top button