চট্টগ্রাম
চট্টগ্রামে তুলাতুলি বস্তির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম, ০১ মে – চট্টগ্রামে মহানগরীর রাজাখালী এলাকায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস।
সোমবার (১ মে) সকাল ১১টায় ওই এলাকার জামাই বাজারের তুলাতুলি বস্তিতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান, সোমবার সকালে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ মে ২০২৩