দুই ভাগে লন্ডন যাবে বাংলাদেশ দল
ঢাকা, ৩০ এপ্রিল – সিলেটে ৩ দিনের প্রস্তুতি পর্ব শেষে রাজধানীতে ফিরে এসেছে জাতীয় দলের ক্রিকেটাররা। মাত্র ২৪ ঘণ্টা পরই আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে লন্ডন যাবে জাতীয় দলের বহর।
প্রথমে শোনা গিয়েছিল ৩০ এপ্রিল দিবাগত রাত তথা ১ মে প্রথম প্রহরে লন্ডন যাবে জাতীয় ক্রিকেট দল; কিন্তু সর্বশেষ খবর, কয়েক ভাগে ভাগ হয়েই তবে লন্ডন যাবে টিম বাংলাদেশ।
বিসিবি লজিস্টিক কমিটি সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল ৩০ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে (ঘড়ির কাঁটায় তখন ১ মে) রাজধানী ঢাকা ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ যাবে পরদিন, মানে ২ মে সকাল সোয়া ১০ টায়। এদিকে কলকাতা নাইটরাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাওয়া লিটন দাস রাজধানীতে এসে পৌঁছেছেন আগের দিন শুক্রবার বিকেলে। জানা গেছে, লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডন যাবেন।
তবে পেসার মোস্তাফিজ কবে, কখন দলের সঙ্গে যোগ দেবেন? বিসিবি থেকে তা পরিষ্কার করে তা জানানো হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত মোস্তাফিজ আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরত আসবেন। তারপর লন্ডন যাবেন।
তবে সেটা কবে? সূত্র তা জানাতে পারেননি।
এদিকে ১ মে প্রথম বহর ও ২ মে সকালের দ্বিতীয় বহরে ১১ জন করে ২২ জন ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ এমিরেটসের ফ্লাইটে লন্ডন যাচ্ছেন। এর বাইরে ৩ ও ৪ মে ও কজন কর্মকর্তা যাবেন ইংল্যান্ড। ধাণা করা হচ্ছে তাদের সাথেই হয়ত যুক্ত হবেন মোস্তফিজ। মাগুরা বাবা মার সাথে ঈদ করে স্ত্রী ও সন্তানের সান্নিধ্যে কাটাতে যুক্তরাষ্ট্র চলে যাওয়া সাকিবও দলের সাথে সরাসরি চেমসফোর্ডে মিলিত হবেন ।
প্রসঙ্গতঃ আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ আছে টাইগারদের। আর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/৩০ এপ্রিল ২০২৩