ঢালিউড

হাসপাতালে কিংবদন্তি নির্মাতা সি.বি. জামান

ঢাকা, ২৯ এপ্রিল – কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় মগবাজারস্থ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সি. বি. জামানকে। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা আইসিইউ সাপোর্টে নেওয়ার পরামর্শ দিলে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে রাখা হয়।

প্রসঙ্গত, ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বেশ কিছু বিখ্যাত চলচ্চিত্র উপহার দেন সি. বি. জামান। যার মধ্যে রয়েছে- ঝড়ের পাখি, উজান ভাটি, সুজন সখি, শুভরাত্রি, দিন যায় কথা তাকে, হিসাব নিকাশ, পুরস্কার, কুসুম কলি ইত্যাদি।

আইএ/ ২৯ এপ্রিল ২০২৩

Back to top button