জাতীয়

কোনো শক্তি আমাদের সরাতে পারবে না

ঢাকা, ২৯ এপ্রিল – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর বিএনপি দেশে দেশে নালিশ করছে, আমাদের করার দরকার নেই। বিশ্বব্যাংক সরে গিয়ে যে ভুল করেছে আজ তারা তা শুধরাতে চায়। আমাদের বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কথাবার্তা হচ্ছে।

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও এর অন্তর্গত সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময়, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, ওয়াশিংটন গেছেন নিজের জন্য নয়, দেশের জন্য। মানুষের কষ্ট লাঘবে, বিশ্ব সংকটে ঘুরে দাঁড়াতে সাহায্য নেওয়া হচ্ছে। বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য নিচ্ছি না, অর্থনৈতিক সামর্থ্যের ওপর ভিত্তি করে নিচ্ছি। সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাবলিক বিএনপির আন্দোলনে আসেনি। তাদের ভবিষ্যত অন্ধকার। বিএনপির যে রাজনীতি, বিএনপি এ দেশে সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদ ও অপরাজনীতির পৃষ্ঠপোষক। তাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির তুলনা চলে না। আমরা আমাদের আদর্শে অবিচল, নীতিতে অবিচল ও বাংলাদেশ জন্মের চেতনায় অবিচল। এখান থেকে কোনো শক্তি আমাদের সরাতে পারবে না।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু, আদালত হিমাগারে পাঠিয়েছে। চালু করা সমীচীন নয়। তত্ত্বাবধায়ক সরকার যারা নিয়ে আসেন কথায় কথায়, সরকারের পদত্যাগ দাবি করেন, তারা আজকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান। কোন গণতন্ত্র তারা চান, জিয়াউর রহমানের? হ্যা, না ভোটের গণতন্ত্র?

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ এপ্রিল ২০২৩

Back to top button