ইউরোপ

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় তেলের ট্যাংকারে ড্রোন হামলা

মস্কো, ২৯ এপ্রিল – রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার প্রধান শহর ও বন্দরনগরী সেভেস্তোপোলে তেলের ট্যাংকারে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় তেলের ট্যাংকারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ মেসেজিং ড্রোম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ক্রিমিয়ায় নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী। ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, শনিবারের এ হামলায় কেউ হতাহত হননি।

এদিকে শুক্রবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এরপরের দিনই ক্রিমিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটল।

গত ২৪ এপ্রিল এই শহরে ২টি ড্রোন হামলা হয়েছিল। এর একটি রুশ সেনারা ধ্বংস করে, অন্যটি বন্দরের বাইরে বিস্ফোরিত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আরটির প্রতিবেদনে জানানো হয়।

এতে আরও বলা হয়, ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ক্রিমিয়া একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং সেখানে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর রাখা আছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া যেকোনো মূল্যে উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞার কথা বারবার প্রকাশ করেছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হলে এই নৌবহর থেকে ইউক্রেনে অধিকাংশ হামলা চালানো হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৯ এপ্রিল ২০২৩

Back to top button