জাতীয়

৪ দিনের সফরে ঢাকায় লুক্সেমবার্গের মন্ত্রী

ঢাকা, ২৯ এপ্রিল – চার দিনের সফরে ঢাকায় এসেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট। শনিবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান।

সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম তাকে স্বাগত জানান।

জানা গেছে, লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলমের সঙ্গেও বৈঠক করবেন লুক্সেমবার্গের মন্ত্রী। এছাড়া তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ এপ্রিল ২০২৩

Back to top button