সংঘর্ষবিরতির মেয়াদ বৃদ্ধি সুদানে, দেশে ফিরলেন আরও ৭৫৪
নয়াদিল্লি, ২৯ এপ্রিল – আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে ভারতে ফিরেছেন আরও ৭৫৪ জন। সব মিলিয়ে সুদানে আটকে থাকা ১৩৬০ ভারতীয় দেশে ফিরেছেন।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে সংঘর্ষে জড়িত দুপক্ষ। যদিও আগের মতোই এই ঘোষণার পরেও বিভিন্ন জায়গায় গোলাগুলি চলেছে।
এর আগে দু’পক্ষের যে সংঘর্ষ বিরতির ঘোষণা হয়েছিল সেটা খুব একটা ফলপ্রসূ হয়েছিল না। তবে এবার প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) পক্ষ থেকেও যুদ্ধবিরতির প্রসঙ্গ ওঠায় সার্বিকভাবে তা ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে ৭৫৪ জনকে দেশে ফেরানো হয়েছে তাদের আগেই সুদান থেকে বের করা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, ৭৫৪ জনের মধ্যে ৩৯২ জন নয়াদিল্লি পৌঁছেছেন, বাকি ৩৬২ জন পৌঁছেছেন বেঙ্গালুরুতে। সব মিলিয়ে সুদানে আটকে থাকা ১৩৬০ জন দেশে ফিরেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ এপ্রিল ২০২৩