মধ্যপ্রাচ্য

এক যুগ পর সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

দামেস্ক, ২৯ এপ্রিল – সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগামী সপ্তাহে তিনি দামেস্ক সফর করবেন। সিরিয়া সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র শুক্রবার রয়টার্সকে এ কথা জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর এই প্রথম দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। ইরান ও রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় আসাদ সংঘর্ষের মোড় ঘুরিয়ে ফিরিয়ে আনতে সক্ষম হন। বর্তমানে সিরিয়ার অধিকাংশে আসাদের নিয়ন্ত্রণ।

ঊর্ধ্বতন আঞ্চলিক সূত্রটি রয়টার্সকে জানায়, সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং সিরিয়ার সঙ্গে অন্যান্য আরব রাষ্ট্রগুলোর বিচ্ছিন্নতার বরফ গলতে শুরু হওয়ায় এই সফরের পথ তৈরি হয়েছে।

সিরিয়া সরকারের ঘনিষ্ঠ দৈনিক আল-ওয়াতান জানিয়েছে, দুই দিনের সফরে রাইসি দামেস্ক আসছেন। অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে সফর ঘিরে।

সহায়তা নিয়ে আগেও আসাদের পাশে ছিল তেহরান। দামেস্ককে ঋণ দেওয়ার পাশাপাশি সিরিয়ার খনি থেকে ফসফেট আমদানি করেছে ইরান।

সিরিয়া এবং তুরস্কে ফেব্রুয়ারিতে বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ প্রচেষ্টার অংশ হিসেবে স্থানান্তরের আড়ালে সিরিয়ায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল তেহরান।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৯ এপ্রিল ২০২৩

Back to top button