এক কেজি স্বর্ণসহ শাহজালালে আটক ১
ঢাকা, ২৮ এপ্রিল – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চলমান বিশেষ অভিযানে ১ কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সন্ধ্যা ৬টায় অভিযুক্ত রুস্তমকে সন্দেহজনকভাবে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় রুস্তম অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নেয়া হয়।
এরপর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুস্তম স্বীকার করেন, তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশি করা হলে তার সাথে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ৬টি গোল্ডবার এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ বের করে দেন। তিনি এ স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩