গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জ, ২৮ এপ্রিল – গোপালগঞ্জ সদরের বিজয়পাশা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিজয়পাশা ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩

Back to top button