জাতীয়

শনিবার বিএনপি-গণফোরাম লিঁয়াজো কমিটির বৈঠক

ঢাকা, ২৮ এপ্রিল – যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুসহ অন্যরা অংশ নেবেন।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩

Back to top button