পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ১৫

কলকাতা, ২৮ এপ্রিল – প্রতিবেশী ভারতেও আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এদিন দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তিনজনের মৃত্যু হয়েছে হাওড়া জেলায়।

এছাড়া বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের, দু’জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

এসব ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ এপ্রিল ২০২৩

Back to top button