ইউরোপমধ্যপ্রাচ্য

জর্মান-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ডের নির্দেশ তেহরানে

বার্লিন, ২৭ এপ্রিল – জার্মান-ইরানি নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট। বুধবার পশ্চিম এশিয়ার এই দেশটির শীর্ষ আদালত এই রায় দেয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইরানের নিম্ন আদালত শারমাহদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল।

ইরানের শিরাজে একটি সহিংস আক্রমণে ১৪ জন নিহত হয়েছিলেন। ইরানের প্রশাসনের অভিযোগ, জামশিদ সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জামশিদ ন্যায়বিচার পাননি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছেন, ‘প্রথম থেকেই জামশিদের সাথে অন্যায় করা হচ্ছে। তাই ইরানের সুপ্রিম কোর্টের এই রায় মানতে পারছে না জার্মানি।’

ইরানে জার্মানির রাষ্ট্রদূত অবশ্য তড়িঘড়ি করে তেহরান ফিরেছেন। তিনি ইরানের প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

জামশিদ শারমাহদকে ২০২০ সালে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠীর নেতা। ওই জঙ্গি গোষ্ঠী ইরানে নাশকতা চালায়। তারা ১৯৭৯ সালের ইসলামিক রেভলিউশনকে ব্যর্থ করে আবার পশ্চিমা দেশগুলোর সমর্থনে রাজতন্ত্র কায়েম করতে চায়।

৬৮ বছর বয়সী জামশিদ ক্যালিফোর্নিয়ায় ছিলেন। তার সঙ্গে সিআইএ ও এফবিআইয়ের যোগাযোগ আছে। তিনি ইসরায়েলি মোসাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

ইরানের নিম্ন আদালত জামশিদের মৃত্যুদণ্ড দেওয়ার পর জার্মানি ইরানের দূতাবাস থেকে দুইজন কূটনীতিককে দেশে পাঠিয়ে দেয়। ইরানও তারপর দুই জার্মান কূটনীতিককে দেশে পাঠিয়ে দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩

Back to top button