যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়
নয়াদিল্লি, ২৭ এপ্রিল – গৃহযুদ্ধ কবলিত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা থেকে তারা নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। খবর- হিন্দুস্তান টাইমসের।
৭২ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণার পর সুদান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এজন্য প্রাথমিকভাবে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে ভারতীয়দের। গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস মেধায় করে সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে জেদ্দায় আনা হয়।
বিশৃঙ্খলা, অবিচার ও ভয় সুদানের বেশিরভাগ অংশকে গ্রাস করেছে। দেশটির দুই জেনারেলের মধ্যে যুদ্ধ এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে, যা সাড়ে চার কোটি জনসংখ্যার দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। জমজমাট রাজধানী খার্তুম একটি ভূতুড়ে শহরে পরিণত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে উদ্বাস্তুর স্রোত শুরু হয়েছে।
সূত্র: সমকাল
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩