জাতীয়

দূষিত শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়

ঢাকা, ২৭ এপ্রিল – বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৯টার দিকে ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

এদিন ২১৬ পয়েন্ট নিয়ে প্রথম ‘খুব অস্বাস্থ্যকর’ শহর ভারতের দিল্লি। ১৭২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় নেপালের কাঠমান্ডু। ১৫৪ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ ভারতের আরেক শহর মুম্বাই। আর একই পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম মিয়ামমারের ইয়াঙ্গুন।

এ ছাড়া একইসময় একিউআই স্কোর ১৫৩ নিয়ে ষষ্ঠ ইরাকের বাগদাদ। দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গ আছে তালিকার সপ্তম স্থানে, পয়েন্ট ১৪৬। ১৪০ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে থাইল্যান্ডের ব্যাঙ্কক। ১৩৫ স্কোর নিয়ে নবম চীনের বেইজিং এবং ১৩৩ পয়েন্ট নিয়ে দশম চিলির সান্তিয়াগো।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩

Back to top button