নতুন লুকে সালমান খান
মুম্বাই, ১০ ডিসেম্বর- কিছুদিন আগে ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান। এবার মহেশ মাঞ্জরেকরের ‘অন্তিম’-এর শুটিং শুরু করলেন ভাইজান। গত ৬ ডিসেম্বর মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুরু হয়েছে ছবিটির শুটিং।
‘অন্তিম’-এ সালমান খানের পাশাপাশি দেখা যাবে তার ছোট বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মাকে।
বুধবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সালমানের নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন আয়ুশ। যেখানে শিখ চরিত্রে দেখা গেছে বলিউডের এই সুপারস্টারকে।
‘অন্তিম’-এ শিখ পুলিশের চরিত্রে পাওয়া যাবে সালমান খানকে। চমকপ্রদ তথ্য হলো- তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম টারবান (পাগড়ি) পরে কোনো ছবিতে কাজ করলেন।
আরও পড়ুন : যেভাবে বিবাহবার্ষিকী উদযাপন করছেন সৃজিত-মিথিলা
হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কান্নাড়া ও উড়িয়া ভাষায় নির্মিত হবে ‘অন্তিম’।
আডি/ ১০ ডিসেম্বর