দক্ষিণ এশিয়া

পাকিস্তানে ট্রাক-ভ্যান সংঘর্ষে ৯ জন নিহত

ইসলামাবাদ, ২৬ এপ্রিল – পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটলেও বুধবার পাকিস্তানভিত্তিক দৈনিক দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে।

সিন্ধুর সমন্বিত জরুরি এবং স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, থাত্তার চিল্লিয়ার কাছে একটি ট্রাক একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানের ৯ যাত্রী নিহত হয়।

নিহতদের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। এ পর্যন্ত তিন জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ।

থাত্তার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আদিল চান্দিওর মতে, রাত সাড়ে ১০টার দিকে কিনঝার থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, নিহতরা করাচির মালির জেলার বাসিন্দা। তারা কিনঝার হ্রদে ভ্রমণে গিয়েছিলেন।

পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ নিকটস্থ হাপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর একদিন আগে সোমবার সিন্ধুর মানঝান্ডের থোরি ফাটক ব্রিজের কাছে এক কোস্টার খাদে পড়ে একই পরিবারের ছয়জন নিহত হন। আহত হন অন্তত আরও ২০ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৬ এপ্রিল ২০২৩

Back to top button