জাতীয়

মে মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোচা’

ঢাকা, ২৬ এপ্রিল – আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। এটি ভারতের পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

প্রাথমিক পূর্বাভাষ অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। আরও কিছুদিন পর এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাষ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া সংস্থা ওয়েদার অব কলকাতার কর্মকর্তা রবীন্দ্র গোয়েঙ্কা বলেছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। তবে ঝড়টি কবে কোথায় তৈরি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড়টি তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে। আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি।

এর আগে, ২০২০ সালের মে মাসেও বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়। আয়লা, আমফানের মতো ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সূত্র: আরটিভি
এম ইউ/২৬ এপ্রিল ২০২৩

Back to top button