দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে শোডাউন বন্ধের নির্দেশ ইসির
ঢাকা, ২৬ এপ্রিল – গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনো শোডাউন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৬ এপ্রিল) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না এবং ৫ জনের অধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে এই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সিসি ক্যামেরা দিয়ে ভোট কেন্দ্র মনিটরিং করা হবে। এবার এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আজমত উল্লাহ খান।
সূত্র: আরটিভি
এম ইউ/২৬ এপ্রিল ২০২৩