সোহাগের ঘটনায় বাফুফের তদন্ত কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ
ঢাকা, ২৬ এপ্রিল – আর্থিক অনিয়ম ও অসঙ্গতির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এরপর নির্বাহী কমিটির জরুরি সভায় সোহাগের জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেয় বাফুফে। একই সঙ্গে ফিফার অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
সেই তদন্ত কমিটির দুই সদস্য বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি পদত্যাগ করেছেন। ফেডারেশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন। আগামী ২ মে বাফুফে সাধারণ নির্বাহী সভায় তাদের এই পদত্যাগপত্রের বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল জরুরি সভা করে আবু নাইম সোহাগের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য এই কমিটি গঠন করেছিল বাফুফে। কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।
এদিকে ফেডারেশনের আরেক সূত্রের খবর, সর্বশেষ জরুরি সভায় ফিফা থেকে শোকজ পাওয়া দুই ফিন্যান্স এক্সিকিউটিভের অব্যাহতি চেয়েছিলেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তাদের অব্যাহতি না দিয়ে ফিফার সুদীর্ঘ রিপোর্টের পর আবার তদন্ত কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মানিকের কাছে স্পষ্ট নয় বলে জানা গেছে।
তাই বাফুফের প্রভাবশালী ও সভাপতি কাজী সালাউদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠভাজন আতাউর রহমান ভূঁইয়া মানিক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। অন্যদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফের আরেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি বাফুফে অফিসে যোগাযোগ করে জেনে নিন।’
বাফুফের দুই সহসভাপতি পদত্যাগ করায় তদন্ত কমিটির ভবিষ্যৎ এখন প্রশ্নের সম্মুখীন। কমিটি থেকে পদত্যাগ করার সুস্পষ্ট কারণ সম্পর্কে মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। ব্যক্তিগত কাজে দুবাইয়ে অবস্থান করছেন বাফুফের এই সহসভাপতি।
প্রসঙ্গত, বাফুফে নির্বাহী কমিটিতে ২১ জন সদস্য রয়েছেন। তবে নির্বাহী সদস্য মুন পদত্যাগ করায় সেটি এখন ২০ জনে দাঁড়িয়েছে। বিশজনের কমিটির দশজন নিয়ে (একজন শুধু নির্বাহী কমিটির বাইরে) তদন্ত কমিটি গঠন হওয়ায় ফুটবলাঙ্গনে প্রশ্ন ওঠে। কমিটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে। ফলে কমিটি দায় উদঘাটন করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: আরটিভি
এম ইউ/২৬ এপ্রিল ২০২৩