দক্ষিণ এশিয়া

নিজ কর্মচারীকে বিলাসবহুল বাড়ি উপহার দিলেন মুকেশ আম্বানি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল – বিশ্বের অন্যতম সেরা ধনী মুকেশ আম্বানি তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে দেড় হাজার কোটি রুপি মূল্যের একটি বাড়ি উপহার দিয়েছেন। ওই কর্মকর্তার নাম মনোজ মোদি। খবর আনন্দবাজারের।

আম্বানির কোটি কোটি টাকার চুক্তিগুলোর সাফল্যের পেছনে মনোজের ভূমিকা থাকে। পুরস্কার হিসেবেই মনোজকে ২২ তলা একটি বাড়ি উপহার দিয়েছেন আম্বানি। বহুতল বাড়িটি মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত।
নেপিয়ান সি রোডে আবাসিক সম্পত্তির দাম সাধারণত প্রতি বর্গফুটে ৪৫ হাজার থেকে ৭০ হাজার টাকা। মুকেশ আম্বানি মনোজকে যে বহুতল বাড়ি উপহার দিয়েছেন, সেটির আয়ৃতন প্রায় ১ দশমিক ৭ লাখ বর্গফুট। তার নতুন বাসভবনের নাম ‘বৃন্দাবন’।

মনোজ মোদি দীর্ঘদিন ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স জিয়োর ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৬ এপ্রিল ২০২৩

Back to top button