মধ্যপ্রাচ্য

মোসাদসহ ইসরাইলের গুরুত্বপূর্ণ বহু প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হামলার শিকার

জেরুসালেম, ২৬ এপ্রিল – ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ দেশটির বেশ কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবারও সাইবার হামলা হয়েছে। ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানিয়েছে, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরাইলের অবকাঠামোর ওপর সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। সাইবার হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মোসাদের গোয়েন্দা তথ্য ব্যাপকভাবে ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি পত্রিকা মা’আরিবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যেসব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে, তার শীর্ষে রয়েছে ইসরাইল সরকারের গুপ্তচর সংস্থা মোসাদ এবং সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট।

খবরে বলা হয়েছে, সাইবার হামলা চালিয়ে হ্যাকার গ্রুপ হুমকি দিয়ে বলেছে, এটি বড় ধরনের হামলার সূচনামাত্র।

প্রসঙ্গত, এর আগেও ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দেশটির ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত অঞ্চলের আরও সংস্থা রয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৬ এপ্রিল ২০২৩

Back to top button