মুম্বাইকে হারিয়ে গুজরাটের জয়
নয়াদিল্লি, ২৬ এপ্রিল – শুভমান গিলের অর্ধশতকের পর ডেভিড মিলার ও অভিনব মনোহরের টর্নেডো ইনিংসে ভর করে ২০৭ রানের সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। এরপর দাপুটে বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে মাত্র ১৫২ রানেই আটকে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে ৫৫ রানের জয়ে আইপিএলের চলতি আসরে পঞ্চম জয় তুলে নিলো হার্দিক পান্ডিয়ার দল।
মঙ্গলবার (২৫ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের ৩৫তম ম্যাচে মুম্বাইকে আতিথ্য দেয় গুজরাট। তবে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটকিপার ঈশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নেন অর্জুন টেন্ডুলকার।
দলের হাল ধরতে তিনে নেমে পড়েন অধিনায়ক পান্ডিয়া। এরপর ক্যামেরন গ্রিনের এক ওভারেই আসে ১৭ রান। গিলও আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি এগিয়ে নেন। তবে ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি হার্দিক। পাওয়ার প্লের পর পরই দলীয় ৫০ রানের সময় ১৪ বলে ১৩ রান করেই পীযূষ চাওলার বলে তালুবন্দী হয়ে ফিরে যান।
তারপর বিজয় শঙ্কর ব্যাটিংয়ে নামলে গুজরাটের রান তোলার গতি কমে যায়। এর মাঝেই ফিফটি তুলে নেন শুভমান গিল। তবে ৩৪ বলে ৫৬ রান করে আউট হয়ে যান তিনি। তারপর ১৭ রান করে দ্রুতই ফিরে যান শঙ্করও। তার উইকেটও নেন লেগ-স্পিনার চাওলা। তবে অভিনব মনোহর ক্রিজে আসার পর থেকে রানের গতি বেড়ে যায়।
তবে সেই চাপ সামলে মনোহর এবং ডেভিড মিলার মিলে পঞ্চম উইকেট জুটিতে মুম্বাই বোলারদের ওপর চড়ি ঘোরাতে থাকেন। দুজনে মিলে ৭১ রানের জুটি গড়েন। আউট হওয়া আগে ২১ বলে সমান ৩টি করে চার-ছক্কায় ৪২ রান আসে মনোহরের ব্যাট থেকে।
শেষ পাঁচ ওভারে বোলারদের তুলোধুনো করে গুজরাট তোলে ৭৭ রান। তাতে রাহুল তেওতিয়ার ৫ বলে ৩ ছক্কায় অপরাজিত ২০ ও মিলারের ২২ বলে ৪৬ রানে দুশো পেরিয়ে যায় গুজরাটের ইনিংস। বোলিংয়ে মুম্বাইয়ের হয়ে চাওলা দুটি এবং অর্জুন, রিলি মেরেডিথ, কার্তিকেয়া ও জেসন বেহরেনডর্ফ নেন একটি করে উইকেট।
জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিতের উইকেট হারায় মুম্বাই। দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণ ও ক্যামেরুন গ্রিন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ঈষাণের বিদায়ের পর পরই তাসের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ফলে ৫৯ রানের মধ্যেই টপ অর্ডারের ৫ উইকেট হারায় মুম্বাই।
ঈষাণ ১৩, তিলক ভার্মা ২, গ্রিন ৩৩ রান করার পর টিম ডেভিড শূন্যহাতে প্যাভিলিয়নে ফেরেন। এরপর সূর্যকুমার যাদবের ২৩, নেহাল ওয়ার্দা ৪০, চাওলা ১৮, অর্জুনের ১৩ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ফলে ৫৫ রানের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে গুজরাট।
বোলিংয়ে স্বাগতিকদের হয়ে আফগান তরুণ স্পিনার নুর আহমাদ ৩ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন রশিদ খান ও মোহিত শর্মা। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অভিনব মনোহর।
এই জয়ে ৭ ম্যাচে ৫ জয়ে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের সমান ১০ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে দুইয়ে অবস্থান করছে গুজরাট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে মুম্বাই।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ এপ্রিল ২০২৩