কক্সবাজার

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়িতে

কক্সবাজার, ২৫ এপ্রিল – দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের এসে ভিড়েছে। এমভি অউসু মারো নামের এ জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মাতারবাড়ি বন্দরে এসে জাহাজটি পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এমভি অউসু মারো নামের জাহাজটি ২৩০ মিটার দীর্ঘ এবং এর গভীরতা ১৪ মিটার। এটি দেশের বন্দরে নোঙর করা সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে পণ্যবাহী জাহাজটি এসেছে। চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি অউসু মারো।

মাতারবাড়ি বন্দর এখনও সম্পূর্ণ চালু হয়নি। এর নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ এপ্রিল ২০২৩

Back to top button