জাতীয়
শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ঢাকা, ২৫ এপ্রিল – ঐক্য ন্যাপের সভাপতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গ থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ শহীদ মিনারে চত্বরে নেওয়া হয়। এরপর পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টিসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। পরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর পোস্তগোলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঙ্কজ ভট্টাচার্য।
সূত্র: সমকাল
এম ইউ/২৫ এপ্রিল ২০২৩