ইউরোপ

রাজা চার্লসের রাজ্যাভিষেকে ১০ সারি পেছনে বসবেন প্রিন্স হ্যারি

লন্ডন, ২৫ এপ্রিল – প্রিন্স হ্যারি তার বাবার রাজ্যাভিষেকের দিন রাজপরিবারের ১০ সারি পেছনে বসবেন। একজন রাজকীয় সহযোগীর মতে, রাজপরিবারের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে হ্যারি ৬ মে রাজ্যাভিষেকের সময় দ্রুত সেখান থেকে প্রস্থান করবেন।

প্রিন্সেস ডায়ানার প্রাক্তন প্রধান সেবক পল বারেল সংবাদ মাধ্যম মেট্রোকে বলেছিলেন, নির্বাসিত প্রিন্স হ্যারি তার আসন্ন যুক্তরাজ্য ভ্রমণের সময় তার বাবা এবং ভাই উইলিয়ামের সঙ্গে পুনর্মিলন করবে না। তিনি আরো বলেছিলেন, চার্লস বা উইলিয়ামের সঙ্গে কথা বলারও সময় তাদের (প্রিন্স হ্যারি)নেই।

বারেল বলেন, ‘শীঘ্রই পুনর্মিলনের কোন সম্ভাবনা নেই। আমি ভয় পাচ্ছি, আমি মনে করি তিনি (প্রিন্স হ্যারি) উইন্ডসর থেকে শীতল একটি অভ্যর্থনা পাবেন। প্রাক্তন এই সেবক জিবি নিউজকেও বলেছেন, সাসেক্সের ডিউক কেবল তার মুখ দেখানোর জন্য রাজকীয় অনুষ্ঠানে আসছেন এবং এর বেশি সময় ব্যয় করতে চান না তিনি।

তিনি বলেছিলেন, ‘সে ( প্রিন্স হ্যারি)দরজায় পা রাখতে আসছে কারণ তার বাবা (রাজা চালর্স)তাকে সেখানে দেখতে চান। তার বাবা আনন্দিত হবেন এটা দেখে যে, তার দুই ছেলেই তার জীবনের বড় দিনটির সাক্ষী হবেন। কিন্তু হ্যারি সবার কাছে যাবেন না।’ যদিও রাজ্যাভিষেক উৎসব তিন দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে। কিন্তু প্রিন্স হ্যারি শুধুমাত্র প্রকৃত মুকুট পরার অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিবেদন অনুযায়ী, হ্যারি ২৪ ঘন্টারও কম সময় নিয়ে আসবেন।

রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর আনুষ্ঠানিকভাবে ৬ মে রাজার মুকুট পরবেন। চার্লস ১০৬৬ সালে রাজা উইলিয়াম ১ এর পর থেকে কেন্দ্রীয় লন্ডনের চার্চে মুকুট পরা ৪০ তম রাজত্বকারী রাজা হবেন।

যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডসহ আরো ১৪টি কমনওয়েলথ দেশের রাজা হবেন তিনি। তার দ্বিতীয় স্ত্রী ক্যামিলা পরবেন রাণীর মুকুট।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৫ এপ্রিল ২০২৩

Back to top button