জাতীয়

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম শেখ হাসিনা

ঢাকা, ০৯ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২০ সালে করা বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এই তালিকার ৩৯তম স্থানে রাখা হয়েছে তাকে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফোর্বসের ওয়েবসাইটে ‘‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারী’’ শিরোনামে এই তালিকাটি প্রকাশ করা হয়। ২০১৯ সালে ফোর্বসের তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিলো ২৯তম।

টানা দশমবারের মতো এ তালিকার শীর্ষস্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কমলা হ্যারিসও এ তালিকায় স্থান পেয়েছেন। তিনি আছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডারন আছেন ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

ক্ষমতাধর নারীদের এ তালিকায় উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি আছেন ৪১তম স্থানে।

আরও পড়ুন : বিশ্ব বাজারে চাহিদা বাড়ছে বাংলাদেশি ওষুধের

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এরমধ্যে তিনবারই টানা সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ।

উল্লেখ্য, প্রতি বছরই এ ধরনের তালিকা প্রকাশ করে ফোর্বস। এবার প্রকাশিত তালিকায় ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছে।

সূত্রঃ বার্তা ২৪
আডি/ ০৯ ডিসেম্বর

Back to top button