জাতীয়

শহীদ মিনারে কাল পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি, শেষকৃত্য পোস্তগোলা শ্মশানে

ঢাকা, ২৪ এপ্রিল – ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রতি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সেখান থেকে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। আজ সোমবার রাতে তার মরদেহ থাকবে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে।

কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসীত বরণ রায় সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আজ সকালে প্রয়াত এই নেতার রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধাদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপের সহ-সভাপতি এম এ সবুর।

এর আগে রোববার রাত ১২টা ২০ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সূত্র: সমকাল
আইএ/ ২৪ এপ্রিল ২০২৩

Back to top button