ক্রিকেট

বাবরের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

ইসলামাবাদ, ২৪ এপ্রিল – পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম এই মুহূর্তে বিপাকেই আছেন। তাকে নেতৃত্বে দেখতে চায় না পাকিস্তান ক্রিকেটের একাংশ। নিয়মিতই মিডিয়ায় আসছে তাদের নানা বক্তব্য। এর মাঝেই বাবরের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, বাবর একজন বিশ্বমানের ক্রিকেটার।

ওয়ানডে ফরম্যাট দিয়ে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। এরপর ক্রিকেটে তিন ফরম্যাটেই দাপট দেখাচ্ছেন। তিন ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত ২৯টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। পাশাপাশি অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন। যদিও ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে। এবার তাই সমালোচকদের দলে না থেকে বাবরকে প্রশংসায় ভাসালেন ইমরান।

পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমাদের অধিনায়ক অসাধারণ এক ব্যাটসম্যান। অনেক দিন পর আসি এমন দুর্দান্ত একজন ব্যাটসম্যানকে দেখছি। সব দিক দিয়ে আমি তাকে বিশ্লেষণ করে দেখেছি। আমি বোলার হিসেবে একজন ব্যাটসম্যানকে বিশ্লেষণ করতাম। তার টেকনিক দুর্দান্ত, মেধা এবং টেম্পারামেন্টও দারুণ। খুব কম ব্যাটসম্যান আছে, যাদের এই তিনটা গুণ একসঙ্গে দেখা যায়। তার মধ্যে তিনটাই আছে। সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে।’

গত বছর একটি টেলিভিশন শোতে ইমরান বলেছিলেন, বাবরের অধিনায়ক হবার পেছনে তার অবদান ছিল। তিনিই সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানিকে বলেছিলেন- বাবরকে অধিনায়ক বানাতে। ২০১৯ সালের অক্টোবরে অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের স্থলাভিষিক্ত হন বাবর। ওই সময় ইমরান বলেছিলেন, ‘আমি বাবরের খেলা দেখে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে তার বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম তাকে অবশ্যই অধিনায়ক করতে হবে, কারণ সে সত্যিকারের বিশ্বমানের ক্রিকেটার।’

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৪ এপ্রিল ২০২৩

Back to top button