ইউরোপ

ইউক্রেনে কিয়েভসহ বিভিন্ন স্থানে মার্কিন পেট্রিয়ট মোতায়েন

কিয়েভ, ২৪ এপ্রিল – অবশেষে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে মার্কিন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পেট্রিয়ট মোতায়েন করা হয়েছে।

দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরিয়ে ইহনাত কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান। খবর আনাদোলুর।

তিনি আরও বলেন, এখন শুধু মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ ফেলে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র বলেন, পেট্রিয়ট মোতায়েনের ফলে আমাদের সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে থাকবে রাশিয়ার যুদ্ধবিমান।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত মার্চে বলেছেন, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চালানোর সক্ষমতা নেই ইউক্রেনের পাইলটদের। এ জন্য তাদের আগে প্রশিক্ষণ নিতে হবে। তার পর তাদের এ যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে।

তবে বুলগেরিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ড ইউক্রেনকে মিগ-২৯ এবং সু-২৫ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৪ এপ্রিল ২০২৩

Back to top button