ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ
ঢাকা, ২৪ এপ্রিল – প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মজীবনে ফিরতে শুরু করেছে মানুষ। টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষ হয়েছে গতকাল রোববার। আজ সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস খোলা। এজন্য ঈদের পরদিন গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন অনেকে।
গতকাল দুপুরের পর দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাসগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে। আজ সকালে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে দূরপাল্লার অনেক বাস এসেছে। আজ যাদের অফিস করতে হবে, তারা গত রাতে অনেকটা নির্বিঘ্নে রাজধানীতে পৌঁছেছেন।
তিশা পরিবহনের বাসে রাজধানীতে এসেছেন মো. কলিমুল্লাহ। তিনি বলেন, ‘আজ অফিস খোলা। এ কারণে রাতেই ঢাকা চলে এসেছি।’
ইমাদ পরিবহনের সুপারভাইজার নুর হোসেন বলেছেন, ‘আজ সোমবার সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। তবে, রাস্তার পরিস্থিতি ভালো হওয়ায় তেমন ভোগান্তি হয়নি।’
গুলিস্তানে দায়িত্ব পালনরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এরইমধ্যে অনেক মানুষ ঢাকায় ফিরেছেন। তবে, ঢাকামুখী যানবাহনের চাপ তুলনামূলক কম।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ এপ্রিল ২০২৩