ত্রিপুরা

আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ সেপ্টেম্বরেই শুরু

আগরতলা, ২৪ এপ্রিল – ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতায় ট্রেনে পৌঁছাতে সময় লাগে ৩২ ঘণ্টা। আগামী সেপ্টেম্বরের পর থেকে এই সময় কমে দাঁড়াবে ১০ ঘণ্টা। আগরতলা থেকে কলকাতার শিয়ালদহতে ট্রেন পৌঁছাবে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে মাত্র ১০ ঘণ্টায়। নব-নির্মিত আগরতলা-আখাউড়া লাইন দিয়ে এই ট্রেন যাবে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ভারতীয় দূরদর্শন। সুশান্ত জানিয়েছেন যে, আগরতলা-আখাউড়া রেললাইনের ভারতের দিকে ৮৫ শতাংশ এবং বাংলাদেশের দিকে ৭৩ শতাংশ কাজ হয়ে গেছে। বাকি যেটুকু কাজ আছে তা সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে বলে তার নিশ্চিত ধারণা।

উল্লেখযোগ্য, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতায় আসতে এখনও বিমানপথই ভরসা। কারণ, ট্রেন চলে অনেক ঘুরপথে। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন চললে যাত্রীরা আগরতলা থেকে কলকাতায় অনেক কম সময়ে পৌঁছাতে পারবেন বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে। সুশান্ত চৌধুরী আশা প্রকাশ করেন যে, এই লাইন চালু হলে দু’দেশের পণ্য পরিবহন ব্যবস্থাও অনেকটাই সুগম হবে।

সূত্র: মানবজমিন
আইএ/ ২৪ এপ্রিল ২০২৩

Back to top button